শাওন হত্যার বিচারের দাবীতে ফটোগ্রাফাদের বিক্ষোভ-মানববন্ধন

চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার শাওন বড়ুয়ার খুনিদের বিচারের দাবীতে চট্টগ্রামে তার সহকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চট্টগ্রামের ফটোগ্রাফাররা বিক্ষোভ মিছিল করেন এবং নিজেদের ক্যামরা মাটিতে রেখে প্রতিবাদ জানান।

মানববন্ধনে চট্টগ্রাম নগরীর উল্লেখযোগ্য সংখ্যক ফটোগ্রাফার অংশ গ্রহণ করেন। এসময় তারা বলেন, শাওনের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। তাকে ফোন করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তার খুনিদের ফাঁসির দাবি তুলেন তারা।

মানববন্ধন শেষে ফটোগ্রাফাররা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নিজেদের ক্যামরা মাটিতে রেখে প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন—স্যাম সম্রাট, জাকির হোসেইন, জয় দে, মইন চৌধুরী, শাহাদাত হোসাইন, অমিত বড়ুয়া, কমল দাশ, শিহাব শাহারিয়ার, গাজী রেজা, পিয়াল আচার্য, ওয়াহিদ রহমান
মুঃ আমান উল্লাহ মিনহাজ, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ রুবেল প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।