সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির সাংবাদিকরা। সোমবার (১৯ জুন) সকালে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজার বাসস্ট্যান্ডে ফটিকছড়ির সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, সাংবাদিক আবু মুছা জীবন, দৈনিক আজাদীর সোলাইমান আকাশ, দৈনিক পূর্বকোণের মোরশেদ মুন্না, দৈনিক সকালের সময়ের রফিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ওবাইদুল আকবর রুবেল, দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ জিপন উদ্দিন, সাপ্তাহিক চট্টবাণীর আফছার নুরী, মোহাম্মদ তানভীর চৌধুরী, তারেকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সাংবাদিকরা কারোর প্রতিপক্ষ নয়, তারা দেশের উন্নয়ন সংবাদের পাশাপাশি অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন প্রকাশ করে থাকেন। সাংবাদিকতা যে একটা মহান পেশা তা স্বীকৃত। কিন্তু কোন অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ হলেই সাংবাদিকরা রোষানলে পড়েন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। তাই সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানী বন্ধ করাসহ সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সকল আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে এই নৃশংস হামলার ঘটনার ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। গোলাম রাব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।

মন্তব্য নেওয়া বন্ধ।