‘সাতকানিয়া-লোহাগাড়ায় উন্নয়নের কোনো কিছুই বাকি নেই’

“পূর্বে এ জনপদে মার্ডার হতো, আমি এমপি হওয়ার পর রাজনৈতিক কোনো মার্ডার হয়নি। চারিদিকে শুধু উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং স্কুল, কলেজ, মাদ্রাসার ভবণ নির্মাণ হয়েছে। উন্নয়নের কোনো কিছুই বাকি নেই। হাজার হাজার মানুষ বিভিন্ন ভাতা পেয়েছে। গত ১০ বছর এ জনপদের মানুষকে শান্তির মধ্যে রেখেছি।”

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়াস্থ ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি বলেই শান্তিতে ছিলেন। এজন্য সাতকানিয়া-লোহাগাড়া আলোকিত এবং এতো উন্নয়ন হয়েছে। এখন দায়িত্ব আপনাদের, আমি আমার দায়িত্ব পালন করেছি। সবাই ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে তৃতীয়বারের মতো সেবা করার সুযোগ করে দিবেন।”

নির্বাচনি সভায় আব্দুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ইরফান চৌধুরী, আব্দুল আলীম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মিয়া মো. শাহজাহান বিন আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, মিকরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বোরহান সোবহান প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।