সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ ৩ ঘন্টা

ভারী বৃষ্টি ও বাতাসের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া-রাঙামাটি সড়কের রানীরহাট বাজারে এলাকায় গাছ উপড়ে পড়ে প্রায় ৩ ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। এতে রানীরহাট বাজারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শনিবার (৬ আগস্ট) বিকাল ৩টার দিকে রানীরহাট বাজারে পূর্ব পাশে হঠাৎ বাতাস ও বৃষ্টি কারণে কড়াই গাছে গোড়া থেকে মাটি সরে ভেঙে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি বলেন, শনিবার দুপুরে ভারী বৃষ্টির সাথে ঝড়ো বাতাস হয়েছিল। যার কারণে গাছের নিচ থেকে মাটি সরে সড়কে গাছ উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় গাছটি কেটে যানচলাচল স্বাভাবিক করে। তবে কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে দীর্ঘ যানজট সৃষ্টি কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মানুষ চলাচল করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।