হাজী আলিম উদ্দিন স্কুল ও কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

হাজী আলিম উদ্দিন স্কুল ও কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল থেকে হাজী আলিম উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইসলামের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

এ সময় তিনি বলেন,’ বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত। হ্রদয়ে ধারন করতে হবে বঙ্গবন্ধুকে। আজকের শিশু আগামীর বাংলাদেশ। স্মাট বাংলাদেশ গড়তে হলে শিশুদের কে স্মাট করতে হবে।’

প্রধান শিক্ষক অনামিকা পাল বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়ার এবং তিনি বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণভাবে সফল রাজনীতিক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উঠিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষকা, অভিভাবকসহ ও শিক্ষার্থীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।