হালদার সংযোগ খাল থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে তিন দিন আগে নিখোঁজ হওয়া আবুল কাসেম (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মরদেহ মিললো হালদা নদীর সংযোগ খালে।

সোমবার (১ আগস্ট) রাত ১০টায় হালদা নদীর সংযোগ কুমার খালী খাল থেকে তার মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত আবুল কাসেম উত্তর মার্দাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমত ঘোনা ওয়াহিদ টেন্ডারের বাড়ির নূরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উত্তর মার্দাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদুল আলম। তিনি বলেন, আবুল কাসেম যে অটোরিকশাটি চালান তা গত শুক্রবারই বুঝিয়ে দেন তার মালিকের কাছে। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি পরদিন তার পরিবারের পক্ষ থেকে হাটহাজারী থানা পুলিশকে অবহিত করা হয়।

তিনি আরও বলেন, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হালদা নদীর সংযোগ কুমারখালি খালের নাপিতের ঘাটা নামক স্থানে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে রাত সাড়ে ১১টায় খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বলেও তিনি জানান।

এদিকে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ লাশ উদ্ধারের কথা স্বীকার করেন। তবে কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।