মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আ.লীগ নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে গিয়েছেন মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে দুর্ঘটনায় নিহত আপন দুই ভাই শেখ ফরিদ ও শেখ সুমনের বড়িতে যান তিনি। এসময় তিনি নিহতদের পরিবারের শোকাহত সদস্যদের সান্তনা দেন।

সাইফুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যরা এ শোক যেন দ্রুত কাটিয়ে উঠতে পারেন সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত সবার রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় সাইফুল ইসলামের সঙ্গে ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক কালের কন্ঠ ও পূর্বকোণের প্রতিনিধি এনায়েত হোসেন মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রসঙ্গত, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনা পাহাড় ফিলিং স্টেশনের রায়পুর এলাকায় একটি লরির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাস। এ সময় উভয় গাড়িচালকের বাকবিতণ্ডা চলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়র হাইওয়ে পুলিশ। পরে এলাকার লোকজন ও স্থানীয় সিএনজি চালকরা সেখানে ভিড় করেন।এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাঁড়ানো সবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যায়। এছাড়াও জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই ও কন্সেটেবলসহ ছয়জন আহত হন।

মন্তব্য নেওয়া বন্ধ।