রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় দুই দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২২ এবং ২০২৩ সালে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ার ৩০টি ইভেন্টে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার ৫টি ভ্যেনুতে শেষ হয় এই প্রতিযোগিতা। এদিন বেলা আড়াইটায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপস্থিত শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।
মন্তব্য নেওয়া বন্ধ।