খাগড়াছড়িতে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।। শুক্রবার (২১ মার্চ) সকালে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শাপলা চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বক্তারা বলেন, সারাদেশে গেল ৬ মাসে ২ শতাধিক নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার শিকার হয়েছেন। ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে আইনের সুষ্ঠু প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উক্যনু মারমাসহ জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য নেওয়া বন্ধ।