চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্বরত অবস্থায় ঢলে পড়ে মো.বোরহান উদ্দীন (৫৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেরানিহাট পুলিশ বক্সের আওতায় দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. বোরহান উদ্দীনের বাড়ি ফেনী জেলায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাফিক পুলিশের সদস্য বোরহান উদ্দীন সকালে কেরানিহাটে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ মাটিতে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহের সঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও পুলিশের কর্মকর্তারা আছেন। মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।