ফোরাম তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচনকেন্দ্রিক জোট বিজিএমইএ ফোরামের প্যানেল লিডার রাইজিং গ্রুপের কর্ণধার মাহমুদ হাসান খান বাবু।
তিনি বলেন, গার্মেন্টস মালিকদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে সম্ভাবনাময় এই শিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে আরও বেশি কাজ করবে ফোরাম। আপনাদের সমর্থন পেলে একতা, দক্ষতা ও সততার সাথে দেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবো।
মঙ্গলবার (১১ মার্চ) নগরীর নেভি কনভেনশন সেন্টারে পোশাক শিল্পের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশায় বিজিএমই সদস্যদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, চট্টগ্রামে জাতীয় রপ্তানিতে অংশীদারিত্ব দিন দিন লোপ পাচ্ছে এটির কারণ উদঘাটন করতে হবে।
ফোরাম চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মনসুরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফোরাম বাংলাদেশের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী, ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ফোরাম চট্টগ্রামের প্যানেল লিডার সেলিম রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন ফোরাম বাংলাদেশের সাবেক প্যানেল লিডার ফয়সাল সামাদ, ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি খন্দকার বেলায়েত হোসেন, লাকি গ্রুপের এমডি এমদাদুল হক চৌধুরী, ফোরাম চট্টগ্রামের সহ-সম্পাদক মোহাম্মদ আতিক, ফোরাম চট্টগ্রামের ট্রেজারার ও চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী বাবলু, যুগ্ম সম্পাদক মির্জা আকবর খোকন, ওদুদ মোহাম্মদ চৌধুরী, আরশাদুর রহমান, রায়হান শামস, এশিয়ান গ্রুপের ডিএমডি সাকিফ আহমেদ সালাম, সাংগঠনিক সম্পাদক এনামুল আজিজ চৌধুরী, বিজয় শেখর দাশ, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ ওয়াইজ, মোরশেদ কাদের, প্রচার সম্পাদক বশির উদ্দিন আহমদ, ফোরাম চট্টগ্রামের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মো. শফিকুল ইসলাম টিটু, এমএ সিদ্দিক চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে শতাধিক গার্মেন্টস মালিক অংশ নেন। মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।