চট্টগ্রাম বিমানবন্দরে এবার মিললো স্বর্ণের গুড়ো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জতিক বিমানবন্দরে এবার স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারের সঙ্গে মিলল নিখাঁদ স্বার্ণের গুড়ো। রোববার (১৭ মার্চ) সকালে বোয়ালখালীর মোহাম্মদ নেজাম উদ্দিন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে এনেছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।

অবৈধভাবে আনা স্বর্ণের এই চালানে ২৩৫ গ্রাম নিখাঁদ স্বর্ণের গুড়ো (২৪ ক্যারেট),
১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১ টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬ দশমিক ৫ গ্রাম) ছিল। যার মোট ওজন মোট ওজন ৪৫১ গ্রাম।

বাজুসের তথ্যানুসারে উদ্ধারকৃত স্বর্ণের বাজার দাম ৩৯ লাখ ৮৫ হাজার ২৪০ টাকা।
উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।