নালিরকূল একতা সংঘের উদ্যেগে বারমাসিয়ায় শীতবস্ত্র বিতরণ

সেচ্ছাসেবী সংগঠন বারমাসিয়া নালিরকূল একতা সংঘের উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বারমাসিয়া নালিরকূল জামে মসজিদের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বারমাসিয়া নালিরকূল একতা সংঘের সভাপতি মুহাম্মদ মুজিবুল আলম মুন্নার সভাপতিত্ত্বে আরফাতুল আলম রাব্বি’র পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং সুয়াবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুনসুর আলী, প্রধান অতিথি ছিলেন নুরুজ্জামান রকি, প্রধান আলোচক ছিলেন বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবু মহসিন।

এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আমির হোসেন, সংগঠনের উপদেষ্টা মোঃ আনোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আরমান উদ্দীন, মোহাম্মদ সাইমন উদ্দীন, ইকবাল বাহার, শহিদুল্লাহ কাইসার হাবিব, ব্যবসায়ী মামুন। আরো উপস্থিত ছিলেন আরমান বাহার, মোহাম্মদ রোহান, রাশেদ, হেলাল, রিফাত, রামিম, ইমন, কাউসার, রিমন।

এসময় বক্তারা বলেন, শীত এলেই দেশের কিছু অঞ্চলে হতদরিদ্র মানুষ অমানবিক কষ্ট ভোগ করে। বর্তমানে শীত আর কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। বিশেষ করে আমাদের সুয়াবিল। শীতবস্ত্রের অভাবে দরিদ্রদের ভোগান্তি সীমাহীন। যা প্রায় প্রতি বছরেরই চিত্র। চলতি শীতে শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য এবং সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানো দরকার।

তাঁরা আরও বলেন, সুয়াবিলের বিত্তশালী মানুষের সংখ্যা অনেক। কিন্তু এরপরও একশ্রেণীর মানুষ প্রতিবছরই শীতে কষ্ট পাচ্ছে। শীতকাল এসব গরীব অসহায় মানুষ গুলোর দূর্ভোগের যেন শেষ থাকেনা। অথচ বিত্তবান সহ সমাজের স্বচ্ছল মানুষ গুলো অস্বচ্ছলদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করলে এ কষ্ট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এসময় প্রায় শতাধিক অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।