পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবান পৌর শহরকে আধুনিক স্মার্ট পর্যটন বান্ধব পরিস্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে নগর পিতার পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন খুব বেশি জরুরি।

শনিবার (৭ অক্টোবর) বান্দরবান পৌরসভার বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রদান এবং এলইডি স্ট্রিট লাইটের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বৃদ্ধি করে ময়লা-আর্বজনা দ্রুত অপসারণের লক্ষ্যে ৪টি আধুনিক মানের থ্রী হুইলার গাড়ির উদ্বোধন করেন তিনি।

পার্বত্য মন্ত্রী আরও বলেন, এই সরকারের আমলে জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ জনসাধারণের জীবনমানের ব্যপক উন্নয়ন সাধিত হয়ছে। এলাকার উন্নয়নের জন্য পৌরসভার পাশাপাশি নিজের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা সম্ভব।

বান্দরবান পৌরসভার মেয়র নগর পিতা মো. সামসুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীব মীরা, বান্দরবান পৌরসভার নির্বাহী অরুপ রাই সিংহ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব শফিকুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য বাবু কাজল কান্তি দাশ, বান্দরবান সদর উপজেলা পরিষদ সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাস, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ।

কাউন্সিলর অজিত কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহিলা কাউন্সিলর দীপিকা তংচঙ্গা মঞ্জু, এ্যমেচিং মারমা, শাহানা আক্তার, কাউন্সিলর মো. নাসির উদ্দীন, মোহাম্মদ আলী, ওমর ফারুক, মংমং সিং মারমা, হারুন সরদার, মো: কামরুল হাসান বাচ্চু, সেলিম রেজা, বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডের জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।