ফুটপাত দখল করে ব্যবসা, জরিমানা ৫৩ হাজার

সড়ক ও ফুটপাত দখল করে প্রতিষ্ঠান তৈরি করে জনসাধারণের চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৬ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ এপ্রিল) নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ। তিনি বলেন, বায়েজিদ বোস্তামী সড়কের হাসনীক্যান মোড় ও ফুটপাতের ওপর কাঠ, টায়ার ও গাড়ির গ্যারেজ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল।

চসিক অভিযান চালিয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা রুজুসহ জরিমানা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।