বাঁশখালীতে চার বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াজাত ও লেভেল বিহীন খাদ্য পণ্য বাজারজাতকরণ করার দায়ে চার বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশখালী উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ, লেভেল বিহীন খাদ্য পণ্য বাজারজাতকরণ উপজেলার জলদির আল্লাহর দান বেকারিকে ২০ হাজার টাকা, টাইম বাজারে আমানত বেকারিকে ১০ হাজার টাকা, মিয়া বাজারে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা ও একতা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে চার বেকারিকে জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।