সিআইইউতে গান, আড্ডা আর কবিতায় অনুষ্ঠিত হল স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন

গান, কথামালা, আড্ডা আর কবিতার মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল স্প্রিং ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজন করা এই অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডায়েরী লেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিজেকে স্বপ্নচূঁড়ায় পৌঁছাতে হলে বেশি বেশি নিজের কাজের মূল্যায়ন করতে হবে। সুন্দর জীবন ও পরিমার্জিত সময়কে ধরে রাখতে চাইলে রোজনামচায় ভবিষ্যৎ পরিকল্পনা টুকে রাখার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, নতুন শিক্ষার্থীরাই আমাদের প্রাণ। আজ যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে তারাই একদিন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে ওঠবে।
অনুষ্ঠানে সিআইইউর চার স্কুলের ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রকও বক্তব্য দেন। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানটির রেজিস্ট্রার আনজুমান বানু লিমা পুরো শিক্ষার্থীদের কাছে সিআইইউর নানান কার্যক্রম ছবির মাধ্যমে তুলে ধরেন।

দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষে ছিল সিআইইউ কালচারাল ক্লাবের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন পর্বে যারা অংশ নেন তারা হলেন: আলপনা, সানজানা, সিয়াম, জিনান, পুষ্পিতা, পৌষালী, সামান্তা, অতীন্দ্রিলা, শ্রেয়া, ইসমাম, পূর্ণা, অরিজিত, দেব, সাবা প্রমুখ। পুরো অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন সিআইইউ কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের। অনুষ্ঠানে উপস্থাপনা করেন নওশিন শার্মিলী চৌধুরী, দুই কৃতী ছাত্রী- সাদিয়া এবং ইসরাত।

মন্তব্য নেওয়া বন্ধ।