আদালতের চাপে পড়ে ওয়ান ব্যাংকের ৫ কোটি ফেরৎ দিয়েছেন চট্টগ্রামের অন্যতম ঋণ খেলাপি শিল্প প্রতিষ্ঠান—শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের মালিকরা।
মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখার আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, নির্বাহী পরিচালক জানে আলম, পরিচালক মোহাম্মদ হোসেন ও মাহবুব আলমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
এরপর উক্ত ঋণ খেলাপিরা আদালতে উপস্থিত হয়ে পাঁচ কোটি টাকা জমা দিয়েছেন।
প্রসঙ্গত, ২৩৪ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৭২৭ দশমিক ৩৯ টাকার খেলাপি ঋণ আদায়ের দাবিতে ওয়ান ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা গত ১৩ এপ্রিল শীতলপুর স্টিল মিলের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে উক্ত ঋণ খেলাপিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
সংশ্লিষ্টদের দাবি, ঋণ গ্রহণের পর থেকে শীতলপুর স্টিলের মালিকরা ব্যাংকের টাকা ফেরত দিতে গড়িমসি করেন। মূলতঃ আদালতের চাপে পড়ে তারা ব্যাংকের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।