আনোয়ারায় জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহনূর, সম্পাদক আবছার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে জেলার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান উদ্দিনের যৌথ স্বাক্ষরিত কমিটিতে মো. শাহনূর ও মোহাম্মদ আবছারকে সাধারণ সম্পাদক এবং ১০১ সদস্য করে কমিটিটি অনুমোদন দেন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জিসাসের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী জিসাস। এ কমিটির মাধ্যমে তৃণমূল বিএনপির হাত শক্তিশালী হবে।

সদ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার বলেন, গঠিত এই কমিটি আগামী সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সংঠগনের নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবে। কমিটিতে আমাকে মূল্যায়ন করায় জেলাসহ বিভিন্ন নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।