চট্টগ্রামের আনোয়ারায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে ব্যালেট পেপারের মাধ্যমে আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন গত রোববার (১২ মে) মনোনয়ন প্রত্যাহার করেছেন চেয়ারম্যান পদে আবুল কালাম চৌধুরী ও ছাবের আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে মুজিবুর রহমান।
সোমবার (১৩ মে) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী এলাকা আনোয়ারায় নেমে পড়েছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থীদের প্রতীকের পোষ্টার টানানোর পাশাপাশি মাইক ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম), উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী (মোটরসাইকেল) ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক (আনারস) প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন। এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন (তালা), আওয়ামীলীগের উপদেষ্টা আবু জাফর চৌধুরী (টিয়াপাখি), সালাহ্ উদ্দিন সারো (টিউবওয়েল), এম.এ মান্নান মান্না (চশমা), প্রদীপ দত্ত কনক (মাইক), সন্তোষ কুমার দে (বই) প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (ফুটবল), পারভীন আকতার (কলসি), এডভোকেট চুমকি চৌধুরী (হাঁস) প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন। প্রচারণা চলবে আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী, কাজী মোজাম্মেল হক এবং অধ্যাপক এম এ মান্নান চৌধুরী প্রচারণা করেন। এসময় প্রার্থীরা নির্বাচিত হলে মানুষের পাশে থাকাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রতি দেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রার্থীরাও মানুষের কাছে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।