এবারও আস্থায় সালাম, তৃতীয় মেয়াদে হলেন জেলা পরিষদের প্রশাসক

তৃতীয় মেয়াদের চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এমএ সালাম। দুই মেয়াদে সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন তিনি।

বুধবার (২৭ এপ্রিল) সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

একই প্রজ্ঞাপনে দেশের আরও ৬০ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী।

এমএ সালাম হাটহাজারীর পূর্ব শিকারপুরের মরহুম হাজী আবদুল আজিজের সন্তান। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।