কর্ণফুলীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

0

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জহিরুল আলম (৩৫) নামে এক পেট্রল পাম্পের শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মইজ্জেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল আলম উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ার হাট মাইজপাড়া এলাকার আবদুল খালেকের পুত্র। তার সংসারে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি মইজ্জেরটেক এলাকায় একটি পেট্রল পাম্পে চাকরি করতেন। সন্ধ্যায় চাকরি শেষ নিজ বাড়িতে ফিরছিলেন তিনি।

নিহতের শ্যালক মো. আলাউদ্দিন বলেন, চাকরি শেষ করে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কায় গুরুতরভাবে আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতার আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm