চট্রগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার রাজানগর ইউনিয়নে পুকুরে ডুবে মোঃ সাফয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুন) দুপুরে রাঙ্গুনীয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাগড়াকুল এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এরশাদুল রহমান। নিহত শিশু ওই এলাকার কামরুল ইসলাম রানার ছেলে।
জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকা অবস্থায় সে খেলতে খেলতে বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে সাফয়ানের পায়ের জুতা ভাসতে দেখে তাৎক্ষণিক তাকে পানি থেকে উদ্ধার করা হয়, ততক্ষণে শিশুটি মৃত্যুবরণ করে।
মন্তব্য নেওয়া বন্ধ।