চকবাজারে চাঁদার দাবিতে টেম্পু চালকদের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর চকবাজারের অলি খাঁ মসজিদ মোড়ে টেম্পু স্ট্যান্ডে চাঁদা দাবী করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. খলিল (৪০) ও মো. মামুদ (২২) নামে দুই গাড়ি চালক আহত হয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে চকবাজারে থেকে ২ নম্বর ষোলশহর রুটের টেম্পু স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান চট্টগ্রাম খবরকে বলেন, টেম্পু স্ট্যান্ডে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছে। এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, প্রতিদিনের মতো খলিল, মামুদ ও বাকী চালকরা স্ট্যান্ডে গাড়ি সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এসময় স্থানীয় ইমন, ভুইষ্যা, সুজন এসে আহত চালকদের কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে গাড়ি চালাতে দেওয়া্ হবে না বলে হুমকি দেন।

চালকরা এর প্রতিবাদ করলে এক পর্যায়ে নিজেদের অনুসারীদের ডেকে এনে চলকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।