চকরিয়ায় ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের পক্ষ থেকে কক্সবাজারের চকরিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার ও শান্তি বাজারে ৭০০ শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদের সঞ্চালনায় বক্তব্য রাখে, ডা. আব্দুল হালিম, সমাজসেবক মোহাম্মদ হাসান।

এতে উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম গালিব, মুজতাবা নুসাইরসহ সহযোগী সংগঠনের সদস্য, প্রতিনিধিগণ, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।