মসজিদের ইমামদের মাধ্যমে জনসচেনতা সৃষ্টি লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো: আবু আহসানের সঙ্গে বৈঠক করে সহযোগিতা চাইলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
মঙ্গলবার (৯জুলাই) দুপুর ১২টায় সিডিএ চেয়ারম্যান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ ময়লা আবর্জনায় খাল ও নালা ভরাট হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তাই বিভিন্ন খাল ও নালায় ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে ধর্মীয়ভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন। এজন্য চট্টগ্রাম নগরীর সকল ইমামদের নিয়ে একটি মত বিনিময় আয়োজন করতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালককে অনুরোধ করেন সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
এসময় তিনি বলেন, হাদিসে রয়েছে দেশ প্রেম ইমানের অঙ্গ। সুতরাং আমাদের সবার কর্তব্য প্রতিটি মসজিদে আমাদের জাতি, দেশ, সরকার এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য সবসময় দোয়া করা। এ দোয়া পরিচালনা করতে আমি আমাদের প্রত্যেক মসজিদের ইমামদের কাছে অনুরোধ করছি।
তিনি আরও বলেন, আমাদের দেশপ্রেম থাকতে হবে। যার কাছে দেশ প্রেম নেই তার কাছে মানব প্রেমও নেই। সুতরাং যার মানব প্রেম নেই তার ইমানও নেই। তাই আমাদের মসজিদে ইমামদের মাধ্যমে জনসাধারণকে বুঝাতে হবে, নালার মধ্যে ময়লা আবর্জনা ফেলা যাবে না। কারণ নালায় ময়লা আবর্জনার কারণে বৃষ্টি পানি খালে যেতে পারে না। এতে পানি উঠে অনেকে ময়লাযুক্ত পানির জন্য মুসল্লিরা মসজিদে, স্কুলের বাচ্চারা স্কুলে, চাকুরীজীবীরা কর্মস্থলে যেতে পারছে না। সরকার টাকা দিচ্ছে আমরা নালা,খাল সবই কাটছি কিন্তু নালায় ময়লা ফেলার কারণে পানি খালে যাচ্ছে না। এজন্য জলাবদ্ধতা নিরসনে বেগ পেতে হচ্ছে। এজন্য বলা যায় এটা গুনাহের কাজ। তাই সকলের সচেতন হওয়া দরকার।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো: আবু আহসান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যানকে তারিখ নির্ধারণ করে ইমামদের এ নিয়ে এ মতবিনিয় সভা আয়োজন করবেন বলে আশ্বস্ত করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।