চট্টগ্রাম টেস্ট : লঙ্কানদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সোমবার (১৬ ম) মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বাগতিকদের চাওয়া তাদের দ্রুত অলআউট করে ৪০০ রানের নীচে আটকে দেওয়া। অ্যাঙ্গেলো ম্যাথুজ ১১৪ ও দীনেশ চান্দিমাল ৩৪ রানে দ্বিতীয় দিন শুরু করেন।

স্কোর: শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ২৬০/৪ (৯১ ওভার)

৪০০ রানে লঙ্কানদের আটকে রাখতে চান হেরাথ :
উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও বাংলাদেশের স্পিন কোচ হেরাথ মনে করেন তাদের ৪০০ রানের নিচে আটকানো সম্ভব। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কান এ কোচ বলেছেন, ‘আমরা যদি সকালে দ্রুত ২ উইকেট তুলে নিতে পারি তাহলে ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবো। ৪০০ এর নিচে আটকে রাখতে পারবো। তাদেরকে আরও ১২০-১৩০ রানের ভেতরে অলআউট করতে হবে আমাদের।’

সেঞ্চুরিয়ান ম্যাথুজের লক্ষ্য ৫০০ :
১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথুজ দিনের খেলা শেষ করেছেন। তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ৩৪ রানে। তাদের থেকে বড় কিছুর প্রত্যাশায় আছেন সতীর্থ কুশল মেন্ডিস। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মেন্ডিস বলেছেন, ‘আমি মনে করি ২৫৮ রান প্রথম দিন বিবেচনায় ভালো স্কোর। আমি মনে করি ৪০০ বা ৫০০ এর বেশি রান এই উইকেটে ভালো পুঁজি। তবে আমরা ৫০০ এর বেশি রান করতে চাই।’

মন্তব্য নেওয়া বন্ধ।