চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের ৬ষ্ঠ তলার ৩৩নং গাইনি ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিন আসামি হলো-কুমিল্লার নাঙ্গলকোটের মোহাম্মদ আলী বাড়ির এবাইদুল হকের পুত্র সোহেল রানা (২৪), কুমিল্লার মনোহরগঞ্জ থানার ইফতেখার আহমেদের পুত্র ইমতিয়াজ আহমেদ (২১) ও বোয়ালখালীর কেরানী বাজারের মোঃ আইয়ুবের পুত্র মোঃ ইমন (২৪)।
এদের মধ্যে সোহেল ও ইমন নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ও ইমতিয়াজ তিনজনই অস্থায়ীভাবে নগরীর আকবরশাহ থানা এলাকায় ভাড়া বাসায় থাকতো।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গ্রেফতার তিনজন হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে ফুসলিয়ে নিয়ে যেত। এ ছাড়া নানা হয়রানি করতে। তাদের হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে ধরা হয়।