চাঁদা না পেয়ে পূর্ব শত্রুতার জেরে শিশু-নারীসহ তিন জনকে কুপিয়ে জখম

নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় চাঁদা না পেয়ে পূর্ব শত্রুতার জেরে শিশু-নারীসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

সোমবার (২১ মার্চ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা।

এরআগে রোববার (২০ মার্চ) রাত মতিঝর্ণা এলাকার মাছ বাজারের সামনে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন— হোসনে আরা বেগম (৫০), মো. মাহিম (১২), মো. মাহাদী হাসান (১৯)। তিন জনের দুইজন সহোদর এবং অপরজন তাদের নানী। তারা সবাই চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মাহিম ও মাহাদীর বাবা কবির হোসেন বলেন, অনেকদিন ধরে জাকির আমার কাছে চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে
সে মেরে ফেলার হুমকি দিতো প্রায়। গত ফেব্রুয়ারির ১ তাদের বিরুদ্ধে খুলশী থানায় অভিযোগ করি। সে অভিযোগের সূত্র ধরে আমাদের উপর হামলা চালায়। পুলিশ এসে উদ্ধার না করলে হয়তো খুনই হয়ে যেতো আমার পরিবার।

ওসি সন্তোষ চাকমা বলেন, পূর্ব বিরোধের জেরে মতিঝর্না এলাকায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ৪-৫ জন আহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়ন রয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।