চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) সামার ২০২৫ সেমিস্টারের ছয়জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন।
শনিবার (২৮ জুন) বিকেলে আনোয়ারার কোরিয়ান ইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে ইয়ংওয়ান সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এন্ড প্লেসমেন্টস প্রোগ্রাম’ এর শুভ সূচনা শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ বিতরণ করেন ইয়ংওয়ান কর্পোরেশন এবং কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কিহাক সুং।
অনুষ্ঠানে কিহাক সুং বলেন, ‘বাংলাদেশের তরুণরা অসাধারণ মেধাবী ও পরিশ্রমী। সিআইইউর মতো গুণগত শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করে এই প্রতিভাবান শিক্ষার্থীদের আমরা বিশ্বমানের কর্পোরেট লিডার হিসেবে গড়ে তুলতে চাই। এই স্কলারশিপ প্রোগ্রাম সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বিশাল সুযোগ, যা তাদের আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দেবে।’
সিআইইউ’র সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্ণেল শাহজাহান, বক্তব্য রাখেন, সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। অনুষ্ঠানে ট্রাস্টি মীর্জা মোহাম্মদ জামশেদ আলী, ইঞ্জিনিয়ার আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, জামশেদ আলী, সাফিয়া গাজী রহমান, ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান এবং মুশফিকুর রহমানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইয়ংওয়ান কর্পোরেশন এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) মধ্যকার এক সমঝোতা স্মারক চুক্তির বাস্তব রুপায়নে ইয়ংওয়ান কর্পোরেশন সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বাৎসরিক স্কলারশিপের অংশ হিসেবে এক কোটি নয় লাখ ষাট হাজার টাকা অনুদান দেয়। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রামের জন্য সামার ২০২৫ সেমিস্টারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ছয় জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। এই স্কলারশিপের আওতায় এসব শিক্ষার্থীরা পুরো ব্যাচেলর প্রোগ্রামে নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে শতভাগ টিউশন ফি মওকুফ করে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবে। এই শিক্ষার্থীরা তাদের পাঠক্রমের অংশ হিসেবে ইয়ংওয়ান কর্পোরেশনে ইন্টার্ণশিপের সুযোগ পাবে এবং এর সফল সমাপ্তি শেষে সেখানেই চাকুরীতে যোগদান করবে। সেইসাথে তাদেরকে মেন্টরশিপ সুবিধা এবং কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে। প্রোগ্রামটি প্রতি সেমিস্টারে অব্যাহত থাকবে।
মন্তব্য নেওয়া বন্ধ।