শুক্রবার (৩ জুন) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৫ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অংশ নিবে ২৪ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী। ঢাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশেষ ট্রেন শিডিউলের ব্যবস্থা করেছে চবি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
তিনি জানান, ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের ক্যাম্পাসে আসার জন্য সকাল ৭:৫০ টায় একটি, সকাল ৮:৫০ টায় একটি এবং রাত সাড়ে আটটায় একটি শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
অপরদিকে, দুপুর দেড়টায় একটি, দুপুর সোয়া দুইটায় একটি ও রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে নগরীর বটতলী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
জানা গেছে, ৩ জুন ‘গ’ ইউনিটে ৩ হাজার ৯৫৩ জন, ৪ জুন ‘খ’ ইউনিটে ৩ হাজার ৫৩৮ জন, ১০ জুন ‘ক’ ইউনিটে ১০ হাজার ৪২০ জন, ১১ জুন ‘ঘ’ ৬ হাজার ২৭০ জন এবং ১৭ জুন ‘চ’ ইউনিটে ৪০৮ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে৷
ঢাবি সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিটে মোট আসন রয়েছে ২৪ হাজার ৫৮৯টি৷ এর মধ্যে ক ইউনিটে ১ হাজার ৮৫১টি, খ ইউনিটে ১ হাজার ৭৮৮টি, গ ইউনিটে ৯৩০টি, ঘ ইউনিটে ১ হাজার ৩৩৬টি এবং চ ইউনিটে ১৩০টি আসন রয়েছে৷
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। পাঁচটি ইউনিটে ২৪ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী অংশ নিবে। সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে৷ পরীক্ষা চলাকালীন ট্রেনের শিডিউল পরিবর্তন হবে৷
উল্লেখ্য, পরীক্ষা বহুনির্বাচনি এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০ এর মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। নৈর্ব্যক্তিক পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে পর্যন্ত (দেড় ঘণ্টা)। আর চারুকলার অর্থাৎ ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত (৩০ মিনিট)।
মন্তব্য নেওয়া বন্ধ।