থানচিতে আগুনে পুড়লো ৫৫ দোকান

বান্দরবানের থানচি উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র থানচি বাজারে ভয়াবহ আগুনে ৫৫টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে থানচি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পিয়ার মোহাম্মদ বলেন, সকাল সাড়ে ৮টায় থানচি বাজারের টিএন্ডটি পাড়ার মায়া গেস্ট হাউজের রান্না ঘরের গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫৫টি দোকান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩-৪ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা আবুল বলেন, ব্যবসায়ীদের হিসাবে আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় প্রয়োজন লাগবে। আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।