নতুন বইয়ের সাথে স্কুল ব্যাগ পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

গাছের পাতা গড়িয়ে তখনও পড়ছে শিশিরকণা। কুয়াশার আড়াল হতে উঁকি দিচ্ছে সকালের সোনার রবি। তখন ঠিকমতো সকালও হয়নি তবুও একদল কোমলমতি শিক্ষার্থী হাজির হয়েছেন বিদ্যালয় প্রাঙ্গণে। কারণ আজকে তাদের হাতে উঠবে নতুন বই। নতুন বই মানে নতুন শ্রেণিতে পথচলা, আরেকটু এগিয়ে যাওয়া।

রোববার (১ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারার বিদ্যালয়গুলোতে দেখা গিয়েছে বই বিতরণ উপলক্ষে উৎসবের আমেজ। সকালে শীত উপেক্ষা করে সরকারের দেয়া নতুন বই পেতে স্কুলে হাজির হয়েছিলেন শিক্ষার্থীরা। সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধির নতুন বছরের উপহার স্কুল ব্যাগ পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা।

সরজমিনে দেখা গেছে, রঙিন মলাটে মোড়ানো নতুন বই পেয়ে অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শাণিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠেন কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে ধরেন। কেউবা আবার খুলে দেখেন বইয়ের ভেতরটা। এরমাঝে শিক্ষার্থীদের ছুটাছুটি মাতিয়ে তুলে বিদ্যালয়ের আঙ্গিনা। চিরচেনা পরিবেশে ‘আরেকটু বড় হয়ে’ তাদের এই মধুর প্রত্যাবর্তনে কমতি ছিলো না উৎসাহের।

এদিন সকাল সাড়ে এগারোটায় উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাতরী ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থয়ানে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কাদের, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য, এটির উদ্বোধন করেন চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রথমদিন তুলে দিচ্ছে প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই। এটি একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব। সে জন্য বর্তমান সরকার শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এ উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। আমার ইচ্ছে ছিলো- ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের পক্ষে ইউনিয়ন পরিষদের অর্থয়ানে এ কার্যক্রম। আগামীতেও শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন বই আর ব্যাগ একসঙ্গে পেয়ে আনন্দিত হয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নন্দিতা দত্ত বলেন, বছরের প্রথমদিনে নতুন বই আর ব্যাগ পেয়ে খুবই খুশি আমি। এই বইগুলোর গন্ধ যেমন মিষ্টি ব্যাগটাও অনেক সুন্দর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্ন মল্লিকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুপ্রভা দেবী, কৃষ্ণা ভট্টাচার্য, সুবর্ণা হোড়, জয়নাব আকতার, চাতরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য ধনর্জয় নাথ ভোলা, উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী প্রমুখ।

এর আগে সকালে আনোয়ারায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।