কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী সেলিম হককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করে সেলিম হক জানান, হত্যার হুমকি পেয়ে সোমবার প্রধান নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছি।
সেলিম হক তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী ছাবের আহমদের অনুসারীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার কর্মী সমর্থকদের নির্বাচনে প্রচার-প্রচারণায় বাঁধা প্রদান করছে। যারা প্রচারনায় বাধা দিচ্ছে সুনির্দিষ্ঠ তথ্যের প্রেক্ষিত তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।
তিনি আরো বলেন এক যুবক হত্যার হুমকি দিয়ে হাতে ছুরি নিয়েও পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) হাজী ছাবের আহমদ তার নির্বাচনী ব্যানার-পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ করেন সেলিম হকের বিরুদ্ধে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আবদুস শুক্কুর বলেন, এ ঘটনায় পৃথক দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
মন্তব্য নেওয়া বন্ধ।