প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আনোয়ারায় যুবলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।

শনিবার (৪ জুন) সকালে যুবলীগের আহবায়ক শওকত ওসমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে থেকে শুরু হয় ও বন্দর বধ্যভূমি চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুবলীগের যুগ্ম আহবায়ক, অনুপম চক্রবর্তী বাবু, সোহরাবুল আলম মিরাজ, এরশাদ আলী সোহেল, মোহাম্মদ ফোরকান, নিজামুল হক, রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা।

প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে বলেও জানান বক্তারা। বিক্ষোভ মিছিলে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।