বাঁশখালীর প্রধান সড়কের সাধনপুর বদর দরগাহ এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম (৪৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় মো. আবছার (৩৫) ও আবদুল মাজেদ (৫৪) সহ আরও দুজন আহত হয়েছেন বলে স্থানীরা জানিয়েছেন। শুক্রবার (২০ মে) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুঘর্টনায় নিহত জাহাঙ্গীর আলম সাধনপুর ইউনিয়নের বিছিন্না পাড়া এলাকার বাসিন্দা।
তিনি এলাকায় সার্ভেয়ার হিসাবে পরিচিত এবং আওয়ামী লীগের সাধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয় সমাজ সেবক সাদুর রশীদ জানিয়েছেন।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, সাধনপুরে ট্রাক চাপায় ১ জন নিহত এবং দুজন আহত হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।