বিএম ডিপোর আগুনের ঘটনায় মামলা, আসামি ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আট জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনকে আসামি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিএম, ম্যানেজার অপারেশন এবং অজ্ঞাত ব্যক্তিসহ আট ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বুধবার সকাল পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিদগ্ধ শতাধিক শ্রমিক, কর্মকর্তা।

মন্তব্য নেওয়া বন্ধ।