বেশি দামে চাল বিক্রি, খাতুনগঞ্জে ৬ আড়তদারকে জরিমানা

চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুদ করায় খাতুনগঞ্জে ছয় আড়তদারকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত চাক্তাই চালের আড়ত ও বন্দর মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

ওমর ফারুক জানান, চালের দাম বৃদ্ধি ঠেকাতে খাতুনগঞ্জে চালের আড়তের এসএ ট্রেডার্স ও সাদ এন্টারপ্রাইজকে পাচঁ হাজার টাকা করে, বাগদাদ রাইচ এজেন্সিকে দুই হাজার টাকা, আল্লাহর দান চাউল ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

এছাড়া বন্দর মার্কেট এলাকার গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, হাশেম ব্রাদার্স ও মেসার্স হাজি অহিদুর রহমানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।