বোয়ালখালীতে খালের পাশে মিলল রিকশাচালকের মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীর সৈয়দপুর খালের পাশ থেকে একজন রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

নিহত মো. জাবেদ হোসেন (৩০) বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার মো.জাবেলের ছেলে। তিনি পেশায় রিকশাচালক বলে জানা গেছে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, সৈয়দপুর খালের পাড় থেকে মো. জাবেদ হোসেন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।