মালেশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা

মালেশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ইউরোপ, আমেরিকা, কানাডার পাশাপাশি প্রতি বছর ৩ থেকে ৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালেশিয়ায় পাড়ি জমাচ্ছেন। আর মালেশিয়ান কর্তৃপক্ষও বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শিক্ষা মেলা-প্রদর্শনীর মতো কর্মসূচি পালন করেছেন। যেখানে সাড়া জাগাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী-অভিভাবকরা।

বুধবার (২৪ মে) চট্টগ্রামের জিইসি মোড়স্থ হোটেল পেনিনসুলায় এডুকেশন মালেশিয়া গ্লোবাল সার্ভিসেসেসর(ইএমজিএস) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মালেশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক মেলা। মেলায় মালেয়াশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত মোট ১৭টি স্টল ছিল।

সকাল থেকে শুরু হওয়া এ মেলা ঘুরে দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রত্যেকেই এসব স্টল ঘুরর ঘুরে দেখছেন ও মালেশিয়ায় উচ্চশিক্ষায় আবেদনের প্রক্রিয়া, খরচসহ নানা বিস্তারিত তথ্য জেনে নিচ্ছেন। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিরাও শিক্ষার্থীদেরকে সব বিষয়ে ধারণা দিচ্ছেন।

মেলায় আসা শিক্ষার্থী উম্মে সালমা বলেন, আমি সোস্যাল মিডিয়ার মাধ্যমে এ মেলার খবর পাই। বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে আমার আগে থেকেই আগ্রহ ছিল। তাই আমি এ বিষয়ে ধারণা নিতে মেলায় এসেছি। এখানে এসে আমি মালেশিয়ায় উচ্চশিক্ষার বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছি। আমি আগে বিষয়টিকে খুব জটিল মনে করতাম। এখানে আসার পর সে ধারণা পালটে গেছে।

মেলায় ঘুরতে আসা অভিভাবক নিজাম সিরাজ বলেন, আমার ছেলেকে বিদেশে পড়ানোর ইচ্ছা আমার। সে এখনও এইসএসসি পাশ করেনি। উচ্চ মাধ্যমিকের পর তাকে বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রেরণ করার চেষ্টা করব। সে কারণেই আমি এখানে এসেছি বিস্তারিত ধারণা নেয়ার জন্য। আমি এখানে এসে অনেক কিছুই জানতে পেরেছি।

তিনি আরো বলেন, এ ধরণের মেলা ও অনুষ্ঠানগুলো নিয়মিত হওয়া দরকার। তাহলে শিক্ষার্থী অভিভাবকদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে অনেক কনফিউশান দূর হয়ে যাবে।
মালেশিয়ার ইউনিভার্সিটি অব জিওমেটিকার সহকারী মার্কেটিং ম্যানেজার সাব্বির মোহাম্মদ আল মামুন রকি বলেন, বাংলাদেশী শিক্ষার্থীরা মালেশিয়ায় উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহী হচ্ছে। প্রতি বছরই অনেক বাংলাদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালেশিয়ায় আসেন। আমরাও তাদের জন্য স্কলারশিপ থেকে শুরু করে নানা প্রকার সুযোগ সুবিধা দিয়ে থাকি। আমি আশা করছি বাংলাদেশীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে মালেশিয়ার প্রতি আরো বেশি বেশি আস্থা রাখবেন।

পেনিনসুলা কলেজের আন্তর্জাতিক মার্কেটিং এক্সক্লুসিভ ক্যারিন লিম সিয়ান চিং বলেন, প্রতিবছরই আমাদের প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীরা আসেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে। বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী আসেন। তারা প্রত্যেকেই অনেক আন্তরিক। তাদের অনেকেই উচ্চশিক্ষা শেষ করে মালেশিয়াতেই জব করেন আবার অনেকে দেশে ফিরে যান। আমরা সবাইকে নিয়েই কাজ করি। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো বেশি আগ্রহী করে তুলতে এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানাতেই মূলত আমরা এখানে এসেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।