যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়েগের কথা ভাবছে সরকার

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগের বিষয়ে ভাবছে সরকার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, র‌্যাবের কর্মকর্তাদেরর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের যুক্তরাষ্ট্র দূতাবাস খোঁজ-খবর নিচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ল’ ফার্ম নিয়োগ করার বিষয়েও আমরা ভাবছি।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ, র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ র‌্যাবের সাবেক ও বর্তমান আরও পাঁচ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

মন্তব্য নেওয়া বন্ধ।