রাঙ্গুনিয়ায় কিস্তিতে কেনা ট্রাক আগুনে পুড়ে ছাই

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মালবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা সিমেন্ট পুড়ে গেছে।

সোমবার (২ জানুয়ারি) ভোররাতে ১০ নম্বর পদুয়া এলাকায় ট্রাক পার্কিংয়ে রেখে চালক ঘুমাতে গেলে হঠাৎ এই আগুন লাগে।

এ সময় স্থানীয় এক ব্যক্তি নামাজ পড়ে আসার সময় ট্রাকে আগুন দেখে ট্রাকের মালিক ও চালককে খবর দেন। ততক্ষণে পুরো ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ট্রাকমালিক রাসেল বলেন, আমার ট্রাকটিতে করে শহর থেকে সিমেন্ট এনে পার্কিংয়ে রেখে চালক ঘুমাতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। এতে ট্রাকটি পণ্যসহ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

তিনি বলেন আমি ট্রাকটি রানা মোটরস থেকে কিস্তিতে ক্রয় করেছিলাম। আগুনে প্রায় ৩২ লাখ টাকা ক্ষতি হয়েছে আমার। ট্রাকটি থেকে যা ইনকাম হয় সেটা থেকে পরিবার এবং কিস্তি দিতাম। এখন আমি পথে বসে গেলাম।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাঈদ বলেন, রাসেল ভাইয়ের গাড়িতে আগুন ধরে তার পরিবারের একমাত্র আয়ের উৎস ৩২ লাখ টাকার দামের ট্রাকটি পুড়ে গেছে। শুনেছি গাড়িটি কিস্তিতে কিনেছেন। তার এমন ক্ষতিতে সত্যিই আমরা মর্মাহত হয়েছি।

মন্তব্য নেওয়া বন্ধ।