শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রেড ক্রিসেন্টের ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিজিএমইর সাবেক প্রথম সহ-সভাপতি আবদুস সালাম রবিবার (২৯ মে) শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে এই সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইর সাবেক প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম, বোরহান উদ্দিন সালেহীন প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।