সিএনজি চালকের ছুঁড়া এসিডে দগ্ধ ইয়াছমিন আর নেই

১১ দিনের মাথায় পাড়ি জমালেন পরপারে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগীর ইউনিয়নের সিএনজি চালক-প্রেমিকের ছুঁড়া এসিডে দগ্ধ ইয়াছমিন আক্তার আর নেই। ইয়াছমিন আকতার উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গো এলাকার আবুল বাশারের মেয়ে।

শনিবার (১৪ এপ্রিল) বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে মারা গেছেন। ইয়াছমিন আকতারের ভাই আবু তাহের বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন।

এ দিকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, ‘ইয়াছমিন আকতারকে জানালায় ডেকে আলাপ করার সময় একপর্যায়ে মো. আজিম (৩০) তার ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় এক‌টি মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। ইয়াছমিন আকতার মারা যাওয়ায় এখন এ মামলা‌টি হত‌্যা মামলায় হয়েছে।

জানা গেছে, বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গো এলাকার আবুল বাশারের মেয়ে ইয়াছমিন আকতারের অভিযুক্ত আজিমের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যাযে ইয়াছমিন জানতে পারে আজিম বিবাহিত। তখন ইয়াছমিন সম্পর্ক থেকে সরে আসতে চায়। সিএনজি চালক আজিম গত ৪ মে রাতে কথা বলার সময় ইয়াসমিনের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে আজিমকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:
দেখা করতে এসে প্রেমিকার শরীর এসিডে ঝলসে দিল প্রেমিক আজিম!

মন্তব্য নেওয়া বন্ধ।