অনলাইন বিপণন ব্যবস্থার কৌশল নিয়ে কৃষি অধিদপ্তরের কর্মশালা

কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে অনলাইন বিপণন প্লাটফর্মের মাধ্যমে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) চট্টগ্রামের উপপরিচালকের কার্যালয়ে কৃষক, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মুখ্য রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ও সরকারের যুগ্মসচিব ওমর মো. ইমরুল মহসিন। এতে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক নাসিম ফারহানা শিরিন।

এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল কাদের।

দিনব্যাপী এই প্রশিক্ষণে মুখ্য রিসোর্স পার্সন ওমর মো. ইমরুল মহসিন অনলাইন কৃষি বিপণন, বাংলাদেশ প্রেক্ষিত, সম্ভাবনা ও ভবিষ্যত, কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন বিপণন প্লাটফর্মের মাধ্যমে বিপণন ব্যবস্থার কৌশল এবং কৃষি বিপণন অধিদপ্তরের ডিজিটাল বাজার ‘সদাই অ্যাপ’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অন্যান্য কর্মকর্তারা অনলাইন বিপণন প্লাটফর্মের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।

সঠিকভাবে অ্যাপটি পরিচালনা করার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মাঝে এর প্রসার ঘটাতে পারলে এটি সারাদেশে আলোড়ন তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

মন্তব্য নেওয়া বন্ধ।