আনোয়ারায় ১৮ আশ্রয়কেন্দ্রে ইউপি চেয়ারম্যানের খাবার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ১৮টি আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফ।

শনিবার ও রবিবার (১৪ মে) অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি রোধে আশ্রয় কেন্দ্রে আসা ৫ শতাধিক নারী-পুরুষকে তিন বেলা শুকনো খাবার এবং রাতে বিরয়িানি খাওয়ানো হয়।

ইউপি চেয়ারম্যান আমিন শরিফ বলেন, ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে শনিবার রাত থেকে ইউনিয়নের ১৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক লোক আশ্রয় নেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষ থেকে তাদেরকে শনিবার রাতে, রবিবার সকালে এবং দুপুরে শুকনো খাবার বিতরণ করা হয়। রবিবার রাতে তাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছি। এছাড়া সার্বক্ষণিক আশ্রয় নেওয়া লোকজনদের মনিটরিং করা হচ্ছে।

এ সময় ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।