ইভিএমে কারিগরি ত্রুটি, সন্দ্বীপে ভোট বন্ধ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের সন্দ্বীপ আসনে ভোট বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় শুরু হয় এ ভোটগ্রহণ। তবে প্রথম ভোটটি দেওয়ার পরই ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দেয়। দুপুর ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ আছে।

নির্বাচন পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। কাজ চলছে। শিগগিরই ঠিক হয়ে যাবে।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্যপদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ উপজেলায় ১৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ২ হাজার ৭৩০ জন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত।

মন্তব্য নেওয়া বন্ধ।