এবার বাঁশখালীতে পুকুরে ডুবে মারা গেলো দুই শিশু

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই জমজ বোনের মৃত্যুর দুই দিনের মাথায় এবার বাঁশখালীতে একই দিন দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেলো। নিহতরা হলো- শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বৈরাগ পাড়া গ্রামের আহমদ শফির ছেলে রিফাত মিয়া (দেড় বছর) ও পৌরসভার নেয়াজর পাড়া এলাকার মো. আবছারের ছেলে মো. মুনতাসীর (৩)।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. হীরক কুমার পাল ও ডা. হাসান জানান, এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির উঠানে খেলার সময় শিশু মুনতাসীর বাড়ির সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মুনতাসিরকে না পেয়ে সন্দেহ হওয়ায় পুকুরে তল্লাশি করে শিশু মুনতাসিরকে উদ্ধার করে। তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময়ে শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় রিফাত মিয়া নামের দেড় বছরের শিশু। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ কাজলীপাড়া গ্রামের মো. এরশাদের সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সামিয়া সুলতানা স্নেহা ও সাফিয়া সুলতানা সিনথিয়া পানিতে ডুবে মারা যায়। এর আগে ৬ নভেম্বর রাউজানের বাগোয়ান ইউনিয়নের দুবাই প্রবাসী মো. সালাউদ্দিনের মেয়ে সামিরা (৫) ও মো. কামালের মেয়ে রাইখা (৩) মারা যায় পানিতে ডুবে। সম্পর্কে সামিরা ও রাইখা চাচাতো—জেঠাতো বোন।

মন্তব্য নেওয়া বন্ধ।