কক্সবাজার সৈকতে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার (মাতৃদুগ্ধ পানের স্থান) উদ্বোধন করেছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। এতে এখন থেকে মায়েদের সৈকত থেকে হোটেল গিয়ে শিশুদের দুধ পান করানোর মতো ভোগান্তি পোহাতে হবে না।

শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এই ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে লাখো পর্যটক ভ্রমণে আসেন। শিশুদের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়লে বিচে কোনো জায়গা পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে হোটেলে ফিরে যেতে হয়। এটা মায়েদের জন্য কষ্ট ও ভোগান্তির।

তাই মায়েরা যেন শিশুদের নিয়ে নির্বিঘ্নে সমুদ্র সৈকত উপভোগ করেন তার জন্য এ ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

মন্তব্য নেওয়া বন্ধ।