কর্ণফুলীতে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সিডিএ

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত মইজ্জ্যারটেক-কালারপোল এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা ও দায়রা জজ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। অভিযানে চউক নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, সহকারী প্রকৌশলী নির্মল কুমার দত্ত, চউক বেঞ্জ সহকারি ফয়েজ আহমদসহ কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চউক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সিডিএ নিজস্ব জায়গা গুলো অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। রাস্তার উভয় পাশের খাল ও পানি চলাচলের ড্রেনসহ তাদের জমিতে যাতায়াতের জন্য চউক মালিকানাধীন জমি অনুমোদিত ভরাট করে করছে ব্যবহারও করছিল অবৈধ দখলদাররা।

এছাড়া এনডিই ডেভেলপমেন্ট কোম্পানী চউক জায়গা দখলে রাখায় ২টি মামলাও হয়েছে। চউক থেকে কোন প্রকার অনুমতি না নিয়ে তারা রাস্তাও তৈরির অভিযোগ আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযানে আধা কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।